ট্রাক-পিকআপ ও বাসের ছাদে ভ্রমণ না করতে খুলনা বিআরটিএ’র অনুরোধ

Passenger Voice    |    ০৩:৩৯ পিএম, ২০২৪-০৪-০৯


ট্রাক-পিকআপ ও বাসের ছাদে ভ্রমণ না করতে খুলনা বিআরটিএ’র অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: চালকদের সচেতনতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন ও ডিজিটাল বিআরটিএ গঠনে সব সময় এগিয়ে থাকেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) মো. জিয়াউর রহমান। জাতীয় পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে পেয়েছেন জনপ্রশাসন পদক-২০২১।

দক্ষ এই কর্মকর্তাকে রাস্তায় নেমে চালকদের সচেতন করতে দেখা যায় সব সময়। এবার বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে সড়ক নিরাপত্তামুলক রোড-শো পরবর্তী  লিফলেট বিতরনসহ সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করনে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন। বিআরটিএ খুলনা বিভাগের এই শীর্ষ কর্মকর্তার নের্তৃত্বে এই সময়ে উপস্থিত ছিলেন বিআরটিএর খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তানভীর আহমেদ চৌধুরী, মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

গত ০৮ এপ্রিল সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে সড়ক নিরাপত্তামুলক রোড-শো পালন করে বিআরটিএ। 

সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তানভীর আহমেদ চৌধুরী প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, এবারের ঈদুল ফিতরে ঘুরমুখি যাত্রী সাধারণকে নিরপদ ঈদযাত্রা উপহার দেওয়া আমাদের লক্ষ্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না উল্লেখ করে এই কর্মকর্তা বলেন বিআরটিএর প্রতিটি কর্মী দেশের স্বার্থে সড়কে কাজ করছে, সকলের প্রচেষ্টায় যদি সড়কে একটি তাজা প্রাণও বেঁচে যায় তাহলে আমরা সফল। এছাড়া তিনি ঈদযাত্রায় পণ্যপরিবহনের গাড়ি, ট্রাক-পিকআপ ও বাসের ছাদে ভ্রমন না করার জন্য যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।